শাহজাহান সিরাজ: জন্মঃ ১ মার্চ, ১৯৪৩, কালিহাতী উপজেলা, টাঙ্গাইল
রাজনৈতিক জীবনঃ ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার মধ্যদিয়ে শাহজাহান সিরাজ ছাত্ররাজনীতিতে সক্রিভাবে অংশগ্রহণ করেছিলেন। সেই সময় তিনি করটিয়া সা’দত কলেজের ছাত্র ছিলেন। তিনি (১৯৬৪-৬৫) এবং (১৯৬৬-৬৭) দুইবার করটিয়া সা’দাত কলেজের ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি (১৯৭০-৭২) অবিভক্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ১১ দফা আন্দোলনে এবং ১৯৬৯ সালের গণঅভ্যত্থানে একজন অন্যতম ছাত্রনেতা এবং স্বাধীন বাংলা কেন্দ্রিয় ছাত্র পরিষদের চারজন কেন্দ্রিয় নেতার মধ্যে তিনি অন্যতম ছিলেন।
স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকার ৫ জন পরিকল্পনাকারীদের মধ্যে তিনি একজন এবং স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। এদেশের স্বাধীনতার পর তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা সহকারী সাধারণ সম্পাদক হয়েছিলেন। তিনি পরবর্তীতে সম্মানের সহিত জাসদেও সভাপতি নির্বাচিত হয়েছিলেন। মুজিব বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার কারণে তিনি ৪ বছর কারাবরণ করেছিলেন। তিনি ৫ বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
১৯৯৫ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের অধীনে শাহজাহান সিরাজ বি.এন.পিতে যোগ দিয়েছিলেন। তিনি বি.এন.পি সরকারের শেষ পর্যায়ের দিকে নৌ-পরিবহন মন্ত্রি ছিলেন। তিনি এশিয়ান পার্লামেন্টারিয়ান ফোরামের এশিয়া অধ্যায়ের ৩ বার সভাপতি এবং অন্যান্য পার্লামেন্টারী সাব-কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি বি.এন.পি’র কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি। তিনি সক্রিয়ভাবে আওয়ামী সরকারের শেষ সময়ে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন।
ভ্রমণঃ তার রাজনৈতিক জীবন তাকে নিয়ে গিয়েছে আমেরিকা, ব্রিটেন, জার্মানী, সোভিয়েট ইউনিয়ন, জাপান এবং অন্যান্য দেশগুলোতে।
পরিবারঃ তিনি মৃত লতি আব্দুল গণি মিযা ও রহিমা বেগমের পুত্র। তিনি ১৯৭২ সালে বিবাহ করেন এবং তার একটি ছেলে ও একটি মেয়ে আছে। তার স্ত্রী রাবেয়া সিরাজ একজন শিক্ষিকা এবং রাজনীতিবিদ।
-:সমাপ্ত:-
এ লেখাটিতে তথ্য সংযোজন বা বিয়োজনের জন্য to [at] bangladeshinside.com ঠিকানায় লিখুন। ধন্যবাদ