মাওলানা মতিউর রহমান নিজামী: জন্ম: মার্চ ৩১, ১৯৪৩, সাথিয়া উপজেলা, পাবনা
শিক্ষাঃ ১৯৬৩ সালে টাইটেল (কামিল) পরীক্ষায় মেধাতালিকায় প্রথম শ্রেণীতে ২য় স্থান, ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স াতক।
রাজনৈতিক জীবনঃ মতিউর রহমান নিজামী ১৯৬১ সালে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘে যোগ দিয়েছিলেন। তিনি ১৯৬৬-৬৭, ৬৭-৬৮ এবং ১৯৬৮-৬৯ সালে পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন। ছাত্রনেতা থাকাবস্থায় তিনি সক্রিয়ভাবে আইয়ুব বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং ১৯৬৯ সালের ছাত্র অভ্যূত্থানে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও সময় নিজামী স্বাধীনতা সংগ্রামের বিরোধীতা করেছিলেন পাকিস্তানের সমর্থনে। স্বাধীনতার যুদ্ধেও পরবর্তী সময় স্বাধীনতার বিপক্ষে থাকার কারণে নিজামী একজন বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন, তার দল জামায়েত-ই-ইসলামীর অনেকটা একই দুর্দশা।
ছাত্র জীবন সমাপ্ত করে নিজামী জামায়েত-ই-ইসলামীতে যোগ দিয়েছিলেন। ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত তিনি (জামায়েত-ই-ইসলামীর) দলের ঢাকা শহর শাখার আমির ছিলেন। ১৯৮৩-১৯৮৮ সালে তিনি জামায়েতের সহকারী সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮৮ সালে তিনি দলের সাধারণ সম্পাদক হন। তিনি গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছিলেন এরশাদের নীতির বিরুদ্ধে স্বৈরাচারী বিরোধী আন্দোলনে।
পরিবারঃ তার পিতা ছিলেন লুৎফর রহমান খান। নিজামী বিবাহিত এবং তার চার পুত্র ও দুই কন্যা আছে। তার স্ত্রী সামসুন্নাহার নিজামী মানারাত ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ।